ঝালকাঠি
ঝালকাঠি জেলা বিএনপি নেতা জামালকে গ্রেফতারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে গ্রেফতারের অভিযোগ করেছে বিএনপি। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।
শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
তিনি জানান, রফিকুল ইসলাম জামাল তার ভাইয়ের অসুস্থতার খবর শুনে সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন।
আজ সকাল সাড়ে ১০ টায় কাতার এয়ার লাইনস এর একটি ফ্লাইটে দেশে ফেরার পর তাকে বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।
আকন কুদ্দুসুর রহমান আরও জানান, সম্প্রতি ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল।
পরে এ নিয়ে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।