ঝালকাঠি
ঝালকাঠি জেলায় প্রথম ধান কাটার হারভেস্টার
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি জেলায় এই প্রথম ধান কাটার মেশিন হারভেস্টার আনা হয়েছে। ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় কৃষি বিভাগ ৫০ পার্সেন্ট সরকারি ভর্তুকিতে দিয়ে ২৮ লাখ টাকা ব্যায়ে এ মেশিন এনেছে। সদর উপজেলার আগরবাড়ী গ্রামের কৃষক হুমাউন কবির এ মেশিন ক্রয় করেন। তিনি ১৪ লাখ টাকা দেন এবং বাকি ১৪ লাখ টাকা সরকার ভর্তুকি দেয়।
আজ বুধবার আনুষ্ঠানিকভাবে সদর উপজেলা কৃষি অফিস প্রাংগনে কৃষকের কাছে ডিজিটাল এ মেশিন হস্তান্তর করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার।
কৃষি বিভাগ জানিয়েছে, এ মেশিনে ১ ঘন্টায় ১ একর জমির ধান কেটে মাড়াই করে বস্তায় ভরা যাবে।
কৃষক হুমাউন জানান, তিনি নিজের জমি ছাড়াও অন্য কেউ চাইলে তাকেও বাণিজ্যিকভাবে এ মেশিন ভাড়া দিয়ে সহয়তা করবেন। মেশিনটি ডিজেলে পরিচালিত হবে বলে জানায় কৃষি বিভাগ।