রাজনীতি
ঝালকাঠির বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ফিরোজুর রহমানের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ।। ঝালকাঠি জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সৈয়দ ফিরোজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন) । গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল নগরীর আবদুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম ফিরোজুর রহমান ঝালকাঠি চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও মেসার্স ফিরোজ এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী ছিলেন। ঝালকাঠি স্টেশন রোডস্থ টিনপট্টির বাসিন্দা সৈয়দ ফিরোজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সত্ত্বাধিকারী মেসার্স জাগুয়া খান ব্রাদার্সআলহাজ্ব মোনাব্বার হোসাইন খান ও দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার পরিবারবর্গ ।