ঝালকাঠি
ঝালকাঠিতে ৫ হাজার মিটার জাল জব্দ, ৩ জেলেকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সুগন্ধা ও বিষখালি নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার মিটার কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ঝালকাঠিতে আটটি অভিযান ও পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত জালগুলো নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৩১ হাজার টাকা। আটক প্রত্যেক জেলেকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর থানার পুলিশ ও মৎস্য দফতরের কর্মকর্তা/কমচারিবৃন্দ ও স্থানীয় সুধীজন। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আং ছিং মারমা।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীতে আটটি অভিযান ও পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় তিন জেলের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
মা ইলিশ রক্ষার কর্মসূচি সফল করতে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেয়া হচ্ছে। নজরদারীতে রাখা হয়েছে হর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। এর পরেও কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।