ঝালকাঠি
ঝালকাঠিতে ৩৬ চিকিৎসককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি জেলায় নবাগত ৩৬জন চিকিৎসককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত হাসান, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভিন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের রাসেল, কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার।
নবাগত চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মুস্তাফিজুর রহমান ও ডা. সানজিদা বুশরা। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. জোহর আলী নবাগত চিকিৎসকদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।