ঝালকাঠি
ঝালকাঠিতে স্কুলছাত্রী মেয়েকে মারধর, বাবাকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের হামলায় উপজেলার নিজামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাদুরি আক্তার মরিয়ম ও তার বাবা আলমগীর হাওলাদার আহত হয়েছেন। শনিবার (১ জুন) উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া বাজারে বাবা ও মেয়ের ওপর হামলা হয়।
আহত আলমগীর হাওলাদারের স্ত্রী নিপু বেগম বলেন, আমার মেয়ে স্কুলের পরীক্ষা শেষে সরকারি টিকা নিতে গেলে স্থানীয় নিজামিয়া এলাকার আওলাদ হাওলাদার (৪৫), তার স্ত্রী ফজিলা আক্তার (৪০), ছেলে শাহারিয়া হাওলাদার (১৮) ও মেয়ে সাহারা আক্তার (১৪) মিলে হামলা চালায়।
পরে স্থানীয়রা আমার মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে। মেয়ের কথা শুনে তার বাবা নিজামিয়া বাজারে যায়। সেখানে আওলাদ ও তার ছেলে শাহারিয়া লোকজন তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা তাকেও উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহত আলমগীর ও স্থানীয়রা বলেন, আওলাদ আমার ফুফাতো ভাইয়ের ছেলে। ওদের সঙ্গে আমাদের দীর্ঘদিন জায়গা জমি নিয়ে ঝামেলা চলে আসছে। এর আগেও আমার ছেলের সঙ্গে ঝামেলা হয় তার মামলা এখনো চলমান। এতদিন প্রায়ই হুমকি দিত আজ সুযোগ পেয়ে আমাদের ওপরে হামলা করেছে।
স্থানীয়দের অভিযোগ, আওলাদ গাছ ব্যবসায়ী। ওর নামে মাদকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বাইপাস এলাকার খায়রুল মিরা হত্যা মামলার প্রধান আসামির দুলাভাই। এ বিষয়ে অভিযুক্ত আওলাদের মতামত পাওয়া যায়নি। এ ব্যাপারে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান বলেন, বিষয়টি শুনে তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।