ঝালকাঠি
ঝালকাঠিতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠিতে বাসা থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে রোববার দিবাগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, রনি নামের এক যুবকের সঙ্গে অষ্টম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। সে সূত্র ধরে রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইলে কল দিয়ে বাবা থেকে ডেকে নেয়। পরে মোটরসাইকেলে করে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে রাব্বি, রনি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁন মিয়া রাতভর ধর্ষণ করেন।
পরদিন সকাল ১০টায় ওই ছাত্রী বাসায় গিয়ে মাকে বিষয়টি জানান। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি থানায় অভিযোগ করেন। এর পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।