ঝালকাঠি
ঝালকাঠিতে রাজাকারের নির্যাতন থেকে পরিত্রাণ চেয়ে মুক্তিযোদ্ধার আবেদন
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি ॥ ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গড়ংগল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেনের বসতবাড়ির ভিটার আকৃতি কেটে ফেলে একংশ দখল করে নিয়েছে এলাকার কথিত রাজাকার মুনসুর আলী।
মুনসুর রাজাকারের অত্যাচার ও জুলুম নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আজ শনিবার ঝালকাঠি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন।
অভিযোগের প্রকাশ অবৈধভাবে দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে গত ১৬ মে ২০২২ তারিখ বেলায়েত হোসেনের তফসিলভুক্ত সম্পত্তিতে প্রবেশ করে খুটি গেড়ে সম্পত্তির আংশিক অংশ দখল করে।
মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নিয়ে রণাঙ্গনে থাকা অবস্থায় কথিত রাজাকার মুনসুর আলী মুক্তিযোদ্ধাদের এই গ্রামে নিয়ে আসে এবং তার পিতা আজহার আলীকে ধরে নিয়ে যায়। এর পরে তার আর কোনো খোজ পাওয়া যায়নি। পাক হানাদার বাহীনি তাদের বসৎ বাড়ি পুড়িয়ে দেয়। স্বধীনতার পরে মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন পার্শবর্তী গ্রামের শশুর বাড়িতে আশ্রয় নেয় এবং সেই থেকে সেখানে বসবাস করে আসছে। কিন্তু তার পৈত্রিক ভিটায় ঘর বাড়ি নির্মাণ করতে পারেনি।