ঝালকাঠি
ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা করে হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে নিজ চাচাতো ভাইয়ের মেয়ে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ এনে চাচার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি এলাকায় নিজ বাড়িতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী সাইদুর রহমান শাওন ভরতকাঠি এলাকার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইদুর রহমান শাওনের স্ত্রী তানহা বলেন, আমার শ্বশুরের সঙ্গে তার আপন ভাই সুলতান হাওলাদার ও তার ভাইয়ের ছেলে জসিম হাওলাদারের জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে ২টি মামলা চলমান রয়েছে।
গত ২৪ মেয়ে বিথি বেগম মেয়ের চাচী বাদী হয়ে জসিমের মেয়ে যে, আমার স্বামীর সম্পর্কে ভাতিজী হয় তাকে ধর্ষণের অভিযোগ এনে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় যাদের স্বাক্ষী রাখা হয়েছে এ সম্পর্কে তারা কিছুই জানেন না। আমার স্বামী চলতি মাসের ১০ জুন স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠান। তার স্বামী যাতে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান এজন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।