ঝালকাঠি
ঝালকাঠিতে মাদক মামলায় ১ জনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক , ঝালকাঠি ॥ ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রন আইনের মামলায় রুবেল তালুকদারকে (৩২) ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রুবেল তালুকদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নতুন নলবুনিয়া গ্রামের মৃত মোতাহার তালুকদারের পুত্র। এই আদালতের বিচারক মোঃ মাসুদুর রহমান এই রায় প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত আসামি রুবেল তালুকদার রায় ঘোষনাকালিন আদালতে অনুপস্থিত ছিল এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
২০১৮ সালের ৯ জুলই সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার কাটাখালী ব্রীজের উপর অবস্থান করে এবং রুবেল তালুকদারের দেহ তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে র্যাব-৮ বরিশালের নায়েব সুবেদার রাজু মোঃ বাদী হয়ে একই দিন রাজাপুর থানায় মামলা দায়ের করে। রাজাপুর থানা পুলিশের এসআই খন্দকার আব্দুর রৌফ ২০১৮ সালের ৮ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৮ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেছেন।