ঝালকাঠি
ঝালকাঠিতে মাদক কারবারির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে নুরুজ্জামান (৪০) নামের এক মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান পশ্চিম ঝালকাঠি এলাকার সিরাজুল ইসলাম খলিফার পুত্র।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহেল আকন, অ্যাডভোকেট মানিক আচার্য।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার মাদক ব্যবসায়ী নুরুজ্জামানের বসতঘরে অভিযান চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিন সহযোগী রফিকুল ইসলাম, রিপন হাওলাদার ও উত্তম পালসহ নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তিনটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৭০৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন আটজনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ ঘটনার ১১ জন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে মামলার প্রধান আসামি নুরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আদালত। বাকিদের বেকসুর খালাস দেওয়া হয়।