ঝালকাঠি
ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বই ও শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিশুদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সকালে শহরের ফকিরবাড়ি সড়কে বিদ্যালয়ের হলরুমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র ও বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী।
প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু।
জেলা প্রশাসক মো. জোহর আলী সাংবাদিকদের বলেন, প্রতিবন্ধীরা আজ আর সমাজের বোঝা নয়, লেখাপড়া করে তারাও আজ সমাজের উচু স্থানে অধিষ্ঠিত হচ্ছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে। আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা।