ঝালকাঠি
ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপির ঘরবন্দী বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক॥ কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠিতে বিক্ষোভ কর্মসূচী পালনের আয়োজন করে জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১১টায় পুরাতন কলেজ রোডে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন’র চেম্বারে নেতাকর্মীরা জড়ো হয়।
এসময় পুলিশের একাধিক টিম চেম্বারের সামনের রাস্তায় অবস্থান নেয়। এতে নেতাকর্মীরা চেম্বারের মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েন।
একপর্যায়ে চেম্বারের ভেতরেই প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা। এতে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু,
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য রফিকুল ইসলাম জামাল, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম তালুকদার,
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম আজম সোহানসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম তালুকদার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধের নির্দেশনা অনুযায়ী আমরা রাস্তায় দায়িত্ব পালন করছি।