ঝালকাঠি
ঝালকাঠিতে পুরাতন ব্রিজের লোহার বিম চুরি, আটক ২
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে একটি পুরাতন ব্রিজের লোহার বিম চুরির অভিযোগ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এসময় ব্রিজের একটি লোহার বিম ও ইজিবাইক জব্দ করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কৈবর্তখালি এলাকার একটি পুরাতন ব্রিজের লোহার বিম ইজিবাইকে করে নিয়ে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে ইজিবাইক চালকসহ দুই যুবককে আটক করেন।
আটকরা হলেন উপজেলার তুলাতলা এলাকার খলিল খানের ছেলে ইজিবাইক চালক ইমন খান ও সমবায় এলাকার হাসান। তবে মূল অভিযুক্ত উপজেলার সমবায় ক্লাব এলাকার খালেক খানের ছেলে সোহাগ খান পালিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কৈবর্তখালি এলাকার একটি ব্রিজের লোহার বিম ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীদের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা ইজিবাইকটি থামাতে বললে তারা পালানোর চেষ্টা করেন।
তখনই তাদের ধাওয়া করে লোহার একটি পুরাতন বিম ও ইজিবাইকসহ ইমন ও হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এসময় সোহাগ নামের একজন পালিয়ে যান।
রাজাপুর থানার এএসআই তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লোহার বিম ও ইজিবাইকসহ ওই দুই যুবককে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।