ঝালকাঠি
ঝালকাঠিতে পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বাবা-মাকেও জখম
ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জের ধরে মাহফুজুর রহমান (২৩) নামের এক যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাবা আমির আলী হাওলাদার এবং মা ফিরোজা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, আমির আলী হাওলাদারের সাথে প্রতিবেশী আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার এবং সাদ্দাম হাওলাদারের সাথে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বসতঘরে এসে তাদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য তার বাবা-মাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, পূর্ব পারিবারিক বিরোধে বসতঘরে এসে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এ ঘটনায় মামলা পরবর্তী জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’