ঝালকাঠি
ঝালকাঠিতে নদী ভাঙনের ছবি তুলতে গিয়ে নিঁখোজ স্কুলছাত্র
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙনে মাত্র ১৫ মিনিটের মধ্যেই সদর উপজেলার পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের একাংশ ও পাশের একটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ওই ভাঙনের ছবি তুলতে গিয়ে নদীতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা জানান, পশ্চিম দেউরী এলাকা দীর্ঘদিন ধরে বিষখালী নদীতে ভাঙছে। বেজমেন্টে মাটি সরে যাওয়ায় পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারটি শুধু পিলারের ওপর দাঁড়িয়ে ছিল। দুপুরে সাড়ে ১২টার দিকে এই এলাকায় আকস্মিকভাবে নদী ভাঙন শুরু হয়।
পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন জানান, ১৫ মিনিটের মধ্যেই স্কুলটির একাংশ ভেঙে নদীতে পড়ে যায় এবং এর পাশেই একটি মসজিদও নদীতে বিলীন হয়।
এদিকে ভাঙনের ছবি তুলতে গিয়ে নেয়ামত উল্লাহ হাওলাদার (১৫) নামে স্থনীয় এক কিশোর নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
সে পশ্চিম দেউরী গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিখোঁজ কিশোর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধারে বরিশাল ফায়ারসার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকন নাহার স্পিডবোটে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ভাঙনে পশ্চিম দেউরী এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে শুনে পরিদর্শন করলাম।
বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, পশ্চিম দেউরী এলাকায় নদীর আকস্মিক ভাঙন শুরু হয়েছে।
আমরা আগেই এখানের জন্য প্রকল্প তৈরি করে পাঠিয়েছি। অল্প সময়ের মধ্যেই কাজ শুরু করা হবে।