ঝালকাঠি
ঝালকাঠিতে ছয় প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অপরাধে ঝালকাঠিতে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে রাজাপুর উপজেলার বাঘরি বাজার ও সদর উপজেলার গুয়াচিত্রা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
ইন্দ্রানী দাস জানান, রাজাপুরের বাঘরি এলাকায় দুইটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করছে। ভোক্তা অধিকার সেখানে উপস্থিত হয়ে পরীক্ষা নিরীক্ষা করে দুইটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করে। এদিকে সদর উপজেলার গুয়াচিত্রা বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুলিশ এ অভিযান সহযোগিতা করে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।