ঝালকাঠি
ঝালকাঠিতে গাছের ডাল পড়ে প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঝালকাঠি ফেরার পথে রাস্তার পাশের রেইন্ট্রি গাছের ডাল পড়ে মনির হোসেন আকন নামে এক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) রাতে সোয়া ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মনির হোসেন আকন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রাত সোয়া ১০টার দিকে একটি মোটরসাইকেলে স্ত্রীসহ যাচ্ছিলেনেএক ব্যক্তি। হঠাৎ বিকট শব্দের পরে চিৎকার শুনে দৌড়ে গেলে তারা দেখেন ষাটপাকিয়া বাজারের কিছুদূরে রাস্তায় এক ব্যক্তির নিথর দেহ, পাশে বসে কোকরাচ্ছেন এক নারী। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, গাছের ডাল পড়ে একজন সরকারি চাকরিজীবী নিহত হয়েছেন। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।