ঝালকাঠি
ঝালকাঠিতে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠিতে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠী শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএই’র উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।
ডিএই’র অতিরিক্ত উপ-পরিচালক মো. অলিউল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাজিদুর রহমান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেন, পটুয়াখালীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম মামুন, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ঝালকাঠি সদরের উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার এবং ব্র্যাকের জেলা সমন¦য়ক মো. মোতাহার হোসেন প্রমুখ।
ডিএই’র উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম জানান, খরিফ মৌসুমে ঝালকাঠিতে এবার ১৩ হাজার ৫শ’ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১৩ হাজার ২শ’ হেক্টর। অন্যান্য ফসলের মধ্যে শাকসবজি ৩ হাজার ৬শ’ হেক্টর, মরিচ ১২ হেক্টর, হলুদ ৭০ হেক্টর, পান ১ শ’ ৮০ হেক্টর, কলা ৮ শ’ হেক্টর এবং পাটশাকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ শ’ হেক্টর প্রায়।
সভায় খরিফ মৌসুমে চাষযোগ্য বিভিন্ন ফসলের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।