ঝালকাঠি
ঝালকাঠিতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি সদরের বাতাসপট্টি এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৮১ হাজার ৮৩০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। আজ রবিবার ভোরে এই অভিযান চালায় র্যাবের বিশেষ দল।
আটককৃতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের পশ্চিম চর জব্বার গ্রামের মৃত খুরশীদ আলমের ছেলে মো. বেলায়েত হোসেন (৪০) এবং চট্টগ্রামের নাসিরাবাদের পলিটেকনিক্যাল ছাফা নগরের মৃত আবুল হাসেমের ছেলে মো. নির আহমদ (৪১)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ দল আজ ভোরে ঝালকাঠি সদরের বাতাসাপট্টির আরাফাত বোডিংয়ের চতুর্থ তলার ৪০৪ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় ওই কক্ষে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। অভিযানকালে র্যাব ওই কক্ষ তল্লাশি করে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৮১ হাজার ৮৩০ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
জিজ্ঞাসাবাদ শেষে আটক ২ জনকে ঝালকাঠি সদর থানায় সোপর্দ করে র্যাবের ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।