ঝালকাঠি
ঝালকাঠিতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, এসআইসহ আহত ১০
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজাপুর থানার এসআই মামুনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলার বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বলেন, ‘প্রশাসনের অনুমতি নিয়ে আমরা উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করি। কিন্তু রাজাপুর উপজেলা আওয়ালীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে বিএনপির অফিস ভাঙচুর করে। দফায় দফায় বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের নেতাকর্মীদের উদ্ধার করে।’
এ বিষয়ে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন বলেন, ‘বিএনপি সম্মেলনের নামে নাশকতা করার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় পেছন থেকে বিএনপির কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে।’
রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রাজাপুর থানার এসআই মামুন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।