বোরহানউদ্দিন
জাল ভোট দেওয়ায় বোরহানউদ্দিনে যুবককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার বোরহানউদ্দিনে জাল ভোট দেওয়ার অভিযোগে রনি (৩০) নামে এক যুবককে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে সরকারি আব্দুল জব্বার কলেজ কেন্দ্র থেকে তাকে আটকের পর জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক আরমান হোসেন বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ কেন্দ্রের ৫ নম্বর কক্ষের জাল দিতে আসার অভিযোগে রনি নামে এক যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। আটক যুবক ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।