বরিশাল
জামাই বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শ্বশুর
নিজস্ব প্রতিবেদক ॥ মেয়ে জামাই বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে বরিশালে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে বরিশালের বাকেরগঞ্জ-পটুয়াখালী সড়কের লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খলিলুর রহমান পটুয়াখালী জেলার লাউকাঠী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে নিহত খলিলুর রহমান তার জামাই বাড়ি চাঁদপুরে বেড়াতে যান। বেড়ানো শেষে চাঁদপুর থেকে বাড়ি ফেরার পথে বরিশালের বাকেরগঞ্জ-পটুয়াখালী সড়কের লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন এলাকায় থ্রি হুইলার মাহিন্দ্রা উল্টে গিয়ে চাপা পড়ে তিনি নিহত হন। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।