বরিশাল
জাতীয় নিরাপদ সড়ক দিবসে বরিশালে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক।। ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’— এ স্লোগান সামনে রেখে বরিশালে আলোচনা সভা ও বাস টার্মিনালে লিফলেট বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন, বিআরটিএ, সওজের আয়োজনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘লাইন্সেস হালনাগাদ করা, দক্ষ চালকের হাতে যানবাহন তুলে দেওয়া, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিসহ প্রাতিষ্ঠানিক শিক্ষা মেনে সড়কে যানবাহন চালাতে হবে। সঠিকভাবে সড়কের নিয়মকানুন যথাযথ মেনে যানবাহন চলাচল করলে অনেকাংশেই দুর্ঘটনা কমে যাবে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল সড়ক বিভাগের নিবার্হী প্রকৌশলী মো. মাসুদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, বিআরটিএর বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, নিরাপদ সড়ক চাই এর বরিশাল জেলা আহ্বায়ক সহকারী অধ্যাপক রুহুল আমিনসহ বিভিন্ন যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।আলোচনা সভা শেষে নগরীর রুপাতলী, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও লঞ্চঘাটে লিফলেট বিতরণ করেন বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা।