কাউখালী
জাতীয় যুব দিবসে কাউখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষ্য একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম গিয়াস উদ্দিন, নারী উদ্যোক্তা মাহফুজা মিলি সহ আরো অনেকে।