ঝালকাঠি
জমি নিয়ে বিরোধে যুবককে চোর সাজিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি ॥ ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রনমতি গ্রামে এই ঘটনা ঘটে। মিরাজ ওই গ্রামের শেখ সত্তারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে মঙ্গলবার রাতে মিরাজকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে কয়েকজন। তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মিরাজের মা মাকসুদা বেগমের অভিযোগ, কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে। এর জেরে নজরুলের নেতৃত্বে কয়েকজন মিরাজকে পরিকল্পিতভাবে চোর সাজিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে নজরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ। এ কারণে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ খান বলেন, কয়েক দিন আগে চুরির উদ্দেশ্যে একটি দোকানের তালা ভাঙার সময় স্থানীয়রা তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে। এর সঙ্গে মিরাজও জড়িত বলে জানায় তারা। পরে মঙ্গলবার এলাকাবাসী তাকে বেঁধে রাখে। এরপর বিক্ষুব্ধ জনতার মারধরে গুরুতর আহত হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এলাকায় একটি চুরির ঘটনায় মিরাজকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতার করা হবে।