ঝালকাঠি
চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্যের ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ জসিম মোল্লাকে (৩২) আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে ঝালকাঠির রাজাপুরের ফুলহার এলাকার মোল্লাবাড়ি (জসিমের নিজ বাড়ি) থেকে তাকে আটক করা হয়।
জসিম ওই এলাকার মো. কালাম মোল্লা এবং সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য নুরুনাহার নিরু বেগমের ছেলে।
পুলিশ জানায়, চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত থাকায় স্থানীয় পুলিশের সহায়তায় জসিমকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে জসিমকে নিয়ে যাওয়া হয় ডিএমপির ডিবি কার্যালয়ে।
রাজাপুর থানা পুলিশ জানায়, জসিম মোল্লা ঢাকার চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত সিন্ডিকেটের সদস্য। সম্প্রতি তিনি ঢাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে ঝালকাঠিতে এসে নিজ বাড়িতে অবস্থান নেন। এরপর গোপন সংবাদে রাজাপুরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য জসিম। তাকে আটক করেছে পুলিশ।