বরিশাল
চুরি হওয়া ফোন উদ্ধার করলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক ॥ চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে চোরকে পুলিশের হাতে তুলে দিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের সতর্কতা, সচেতনতা এবং দ্রুত পদক্ষেপের ফলে ঘটনার পরপরই চোরকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল নগরীর টোলপ্লাজা সংলগ্ন মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত ববি ছাত্রদল কর্মী আবু হেনা মোস্তফা কামালের বাসা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। চুরির ঘটনার পরপরই মোস্তফা কামাল বিষয়টি দলীয় সহকর্মীদের অবহিত করেন। ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বাসার সিসিটিভি ফুটেজসহ আশেপাশের এলাকার ক্যামেরাগুলো পর্যালোচনা শুরু করেন।
ক্যামেরা বিশ্লেষণ ও স্থানীয় সূত্র ধরে কয়েকদিন অনুসন্ধান চালিয়ে ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে নগরীর চৌমাথা এলাকা থেকে চোরকে আটক করেন এবং মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। শুধু তাই নয়, আটককৃত চোরের জবানবন্দিতে জানা যায়, ওই একই দিনে ওই এলাকা থেকে আরও কয়েকটি মোবাইল ফোন চুরি হয়। ছাত্রদল নেতাকর্মীরা চোরের কাছ থেকে এসব চুরির বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং ২৫ সেপ্টেম্বর বরিশাল কোতোয়ালি থানায় চোরসহ প্রাপ্ত সকল তথ্য হস্তান্তর করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী রাফি সিকদার জানান, সমাজে অপরাধ দমনে নাগরিকদের পাশাপাশি শিক্ষিত তরুণদেরও ভূমিকা রাখা উচিত। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি সক্রিয় থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আগামীতেও সর্বাত্মক ভূমিকা রাখতে বদ্ধপরিকর। স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এমন ভূমিকার প্রশংসা করেছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।