সারাদেশ
চুরি করতে ঢুকে চোখে-মুখে সুপার গ্লু লাগিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
খুলনায় বাড়িতে চুরি করতে এসে হাত-পা বেঁধে ও চোখে-মুখে সুপার গ্লু লাগিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। পাইকগাছা উপজেলার একটি বাড়ি থেকে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এর আগে রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে কে বা কারা গাছ বেয়ে বাড়ির ছাদে প্রবেশ করে। এরপর সিঁড়ির দরজা ভেঙে তার রুমে ঢোকে। ওই নারীর স্বামী ব্যবসার কাজে বাইরে ছিলেন। ফলে তিনি একাই ছিলেন বাড়িতে। গৃহবধূকে হাত-পা বেঁধে চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে ধর্ষণ করে। চোর ওই নারীর এক জোড়া সোনার দুল এবং আনুমানিক দুই লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। পরে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একই সঙ্গে তার স্বামীকে খবর দেন।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক সুমন রায় বলেন, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করে এক নারীকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই মুহূর্তে তার মুখ ও চোখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
খুলনার সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ওই নারীকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধর্ষণ হয়েছেন কিনা বা সুপার গ্লু দিয়েছে কিনা তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।