বরগুনা
চুরির দায়ে বরখাস্ত ইউপি চেয়ারম্যান ফের আ. লীগের কমিটিতে
বরগুনা প্রতিবেদক ।। বরগুনার পাথরঘাটা উপজেলায় চাল চুরির অভিযোগে বরখাস্ত এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করায় ক্ষোভ জানিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে নিজের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন বলেও দাবি করেছেন বরখাস্ত ওই ইউপি চেয়ারম্যান।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাতটি ইউনিয়নের কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। এতে আবারও কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয় এর আগে বহিস্কৃত ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালে কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ৫৫০টি জেলে পরিবারের ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করেন। তদন্ত কমিটি তার বিরুদ্ধে ২৭ হাজার ৫০০ কেজি চাল আত্মসাতের সত্যতা পায়। এ ঘটনায় ওই বছরের ৪ এপ্রিল পল্টুকে পাথরঘাটা থানায় সোপর্দ করে নৌবাহিনী।
পরে চাল চুরিতে অভিযুক্ত হওয়ায় ১৫ এপ্রিল পল্টুকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ২১ এপ্রিল ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতির পদ থেকেও তাকে অব্যাহতি দেয় দলটি।
১০ জুন তিনি আদালত থেকে তিনি জামিন পান এবং ২২ জুলাই তার বরখাস্তাদেশ স্থগিত করে উচ্চ আদালত। আদালতের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে পল্টুর বরখাস্তাদেশ বহাল রাখেন হাইকোর্ট।
কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কবীর বলেন, ‘পল্টুর বিরুদ্ধে শুধুই চাল চুরির অভিযোগ এমনটা নয়। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। এরকম একজনকে আবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করার মানে হচ্ছে তাকে পুরস্কৃত করা।’
চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার বিষয়ে আলাউদ্দিন পল্টু বলেন, ‘৭ ফেব্রুয়ারি আমাকে আবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। আমি এখন কাকচিড়া ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি।’
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, ‘আলাউদ্দিন পল্টু বরখাস্তাদেশ পাওয়ার পর ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন সেন্টুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এখন পর্যন্ত এ অবস্থাতেই ওই ইউপির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আলাউদ্দিন পল্টুকে পুনর্বহালের কোনো চিঠি পাইনি।’ আলাউদ্দিন পল্টুকে চেয়ারম্যান পদে পুনর্বহালের কোনো চিঠি না পাওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন সেন্টুও।
পল্টুকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঘোষণার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন বলেন, ‘আলাউদ্দিন পল্টু চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন বলে আমরা শুনেছি। এছাড়া ওই ইউনিয়নের সভাপতি পদে তিনি একক প্রার্থী ছিলেন। তাই তাকে দায়িত্ব দেয়া হয়েছে।’
পল্টুর চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, ‘আমি কয়েক দিনের ছুটিতে আছি। আমার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হতে চাইলে কয়েক দিন সময় প্রয়োজন।’