বরিশাল সদর
চাঁদাবাজি মামলায় লিটন মোল্লার শ্যালক আটক
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা লিটন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর থেকে চাঁদাবাজ চেয়ারম্যান লিটন মোল্লা পলাতক রয়েছে। এর আগে গতকাল শনিবার (৮ আগস্ট) সকালে লিটন মোল্লার শ্যালক কামরুল হাসানকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএমএফ পরিবহনের কাউন্টারে চাঁদাবাজির সময় আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় আজ রোববার সংশ্লিষ্ট থানায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রমিকলীগ নেতা কামাল হোসেন লিটন মোল্লাসহ আরো ৫ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বাস টার্মিনালের বরিশাল-কাঠালবাড়ী গামী বিএমএফ পরিবনের কাউন্টারে পুলিশ অভিযান চালায়। এ সময় বিএমএফ পরিবহনের (রংপুর মেট্রো-ব-০২-০০১) সুপারভাইজার শাহীন সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় শাহীন জানায়, তার গাড়ীতে মোট ৩১ টি সিট আছে। প্রতিটি সিট ৩২০ টাকা হারে মোট ৯৯২০ টাকা হয়েছে। ওই টাকা থেকে সিটি টোল বাবদ ৪০ টাকা কেটে রাখার পরে শাহীন ফেরত পাবেন ৯৮৮০ টাকা। কিন্তু তাকে ফেরত দেয়া হয় ৮ হাজার ৩৮০ টাকা। পরে জানা গেছে, ওই টাকা থেকে ১৫০০ টাকা চাঁদা কেটে রাখা হয়েছে। এ সময় বিএমএফ পরিবহনের কাউন্টার থেকে কামরুল হাসানকে ১৫০০ টাকাসহ হাতে-নাতে আটক করা হয়।