বরিশাল
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার কামাল
নিজস্ব প্রতিবেদক ॥ চিরনিদ্রায় শায়িত হলেন বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের দরগাবাড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার কামাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, অনেকদিন ধরেই তিনি হার্টের অসুখে ভুগছিলেন। কিন্তু বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫ টার সময় নিজ বসত বাড়ি ব্যাংকার্স ভিলায় অসুস্থ হয়ে পড়েন। পরে শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করেছে।
রাষ্ট্রীয় সর্বোচ্চ সন্মননা গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। রাষ্টের পক্ষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের জনগন। বাদ আছর দরগা বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ আদায় শেষে মুসলিম গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের বেশে ফিরেছিলেন এই মানুষটি। আজ তিনি খালি হাতে চলে গেলেও রেখে গেলেন একটি স্বাধীন বাংলাদেশ। পারিবারিক জীবনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার কামাল তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। তার মেঝ ছেলে এসএম সোহাগ দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করতেন। তবে সাংবাদিক এসএম সোহাগও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রায় দশ বছর আগে মৃত্যুবরন করেন। এদিকে বিদায় বেলায় সাধারন মানুষ এই বীরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।