চরফ্যাশন
চলছে চরফ্যাশন পৌরসভা ভোট গ্রহণ গোপন কক্ষে সহায়তা করছে পুলিশদ
নিজস্ব প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে ২৮ ফেব্রুয়ারি রবিবার চলছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। উৎসবমুখর পরিবেশে হচ্ছে চরফ্যাশন পৌরসভা নির্বাচন।নির্বাচনে মেয়র পদে তিন জন, কাউন্সিলর পদে ২৫ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতায় করছেন। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৭ টি ভোট কেন্দ্র ও ৯১ টি বুথ রয়েছে।
কেন্দ্র পরিদর্শনকালে ২নং ওয়ার্ডে ৭নং বুথে লালমোহন থানা পুলিশের এসআই সুমন নিজে গোপন কক্ষে ভোটারের সাথে অবস্থান করতে দেখা যায়। এতে জনসাধারণ ও প্রার্থী এজেন্ট এর মধ্যে চাপা ক্ষোভ ও বিভ্রান্তি বিরাজ করছে।
এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অবগত হয়েছি বিষয়টি দেখতেছি।