বরিশাল
চরমোনাইতে শান্তি প্রতিরক্ষা কমিটির উপর হামলায়
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়নের রাজারচর খেয়াঘাট এলাকায় মাদক ও ধর্ষণসহ একাধিক মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী বজলু হাওলাদার ও তার ছোট ভাই জুয়াড়ি মাইদুল হাওলাদার হামলা চালিয়ে প্রতিরক্ষা কমিটির ৩ সদস্যকে আহত করেন।
সূত্রে জানা যায়, রাজারচর খেয়াঘাট এলাকায় বিএনপিপন্থী এক নেতার ছত্রছায়ায় বজলু হাওলাদার দীর্ঘদিন যাবৎ অপকর্ম করে আসছেন তার অপকর্মের এলাকাবাসী অতিষ্ঠ। তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এমন সংবাদ পেলে প্রতিরক্ষা কমিটি সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ করলে বজলু হাওলাদার ও তার ভাই মাইদুল হাওলাদার এর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় আহত ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য নেন।
হামলায় আহতরা হলো, শান্তি রক্ষা কমিটির মোঃ রুবেল (২৫),
সোহেল (২৪) হুজুর বাড়ি এলাকার ফোরকান হাওলাদার এর পুত্র ও মোঃ ফিরোজ (২৭) ওই একই এলাকার মৃত রাজ্জাক হাওলাদার এর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তি প্রতিরক্ষা কমিটির সদস্যরা স্থানীয় ইয়াবা ব্যবসায়ী বজলু হাওলাদার ও জুয়াড়ি মাইদুল হাওলাদারের সাথে কথোপকথনের এক পর্যায়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এ বিষয়ে ৫ নং চরমোনাই ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ এসহাক মোঃ আবুল খায়ের এর কাছে জানতে চাইলে তিনি বরিশাল ক্রাইম ট্রেস”কে বলেন, রাজারচর এলাকার বজলু হাওলাদার ও তার ভাই মাইদুলের বিরুদ্ধে একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানান।