বরিশাল
চরমোনাইতে ভুয়া পুলিশ সেজে ডাকাতিকালে আটক ৩
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাইতে ভুয়া পুলিশ সেজে ডাকাতিকালে তিনজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশের এস আই বশির ও হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১১টায় চরমোনাই ইউনিয়নের চরমোনাই ব্রিজ সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক্স কোম্পানি মার্সেল এর কিস্তি আদায়কারী কর্মকর্তার গাড়ি ও টাকা ডাকাতির সময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। কোতয়ালী থানা পুলিশ ডাকাতদের আটক করে থানায় নিয়ে যায়। আটক তিনজন হলেন রাহাত (৩৫), সাব্বির (৩২), আরমান (৩০)। এ সময় তাদের কাছ থেকে টাকা ও মটরসাইকেল জব্দ করা হয়েছে। এদিকে ভুক্তভূগী ইমাম জানায়, চরমোনাই এলাকা থেকে মার্সেল ইলেকট্টনিক্স কোম্পানির কিস্তি আদায় শেষে অফিসে ফেরার সময় একটি পালসার মটরসাইকেলযোগে তিন যুবক এসে আমার পথ রোধ করে। এরপর তিনজন আমাকে পুলিশ পরিচয় দিয়ে জোর করে তাদের মোটরসাইকেলে তুলে নিতে চাইলে, আমি তাদের নাম ও কোন থানা থেকে এসেছেন জিজ্ঞাস করি। তখন তারা এলোমেলো কথা বলে এবং আমাকে ভয়ভীতি প্রদর্শন করে। তাদের আচরনে আমার সন্দেহ হয়। একপর্যায়ে আমার মোটরসাইকেলের সাথে থাকা টাকা নিয়ে পালানোর সময় আমার সাথে তাদের ধস্তাধস্তি হয়। ঘটনার কিছুক্ষন পরই স্থানীয় জনতা এগিয়ে আসলে তারা পালানোর চেষ্টা চালায়। স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার এস আই বশির বলেন, টাকা ও মটরসাইকেল ডাকাতি করার সময় স্থানীয় জনগন তিন ডাকাতকে আটক করে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং তাদের আটক করে থানায় নিয়ে আসি। মামলার প্রস্তুতি চলছে।