বরিশাল
চরমোনাইতে ইসলামি আন্দোলনের অফিস ভাংচুরে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক ॥ চরমোনাইতে ইসলামি আন্দোলনের অফিস ভাংচুরের অভিযোগে ইউনিয়ন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বিচারাধীন আদালতে মামলাটি দায়ের করেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুব আন্দোলনের সভাপতি মোঃ হাবিব। মামলায় রাজারচর এলাকার মকবুল হাওলাদারের ছেলে যুবদল নেতা বাবুল হাওলাদার (৫০), মৃত্যু শামসুল হক রাড়ির ছেলে চরমোনাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল রাড়ি (৩৫), মকবুল হাওলাদারের ছেলে ছাত্রদল নেতা সাইদুল হক (৩৫), হানিফের ছেলে ছাত্রদল নেতা কাওসার (৩০), মৃতঃ হায়দার রাড়ির ছেলে হুমায়ুন রাড়ি (৩৫), আলী আজিম খানের ছেলে মামুন খান সহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগে বাদী হাবিব আদালতে বলেন, অভিযুক্তরা সকলে সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা আইন কানুনের ধার না ধরে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে বেড়ায়।
চরমোনাই ইউনিয়ন রাজারচর খেয়াঘাট এলাকায় ইসলামি আন্দোলনের একটা অফিস রয়েছে। এটা অভিযুক্তরা মেনে নিতে পারেনি। প্রায়ই তারা ওই অফিস সরানোর জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। রাজনৈতিক কর্মকান্ডে বাধা বিঘ্ন ঘটায়। গত ২৬ ডিসেম্বর দুপুরে অফিসের সামনে বসে প্রবাসী কল্যাণ সংঘের সদস্যরা দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এসময় অভিযুক্তরাও সেখানে ছিল। তারা ইসলামি আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিভিন্ন কটু কথা বলে। প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে হয়ে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা জীবন বাচাতে প্রথমে অফিসে পরে আর একটু দূরে সরে যায়। অভিযুক্তরা অফিসে হামলা চালিয়ে ১৫ হাজার টাকা মূল্যের ৩০ টি প্লাস্টিক চেয়ার,২০ হাজার টাকা মূল্যের টেবিল কোপাইয়া ভাংচুর করে। ছাদের সিলিং কোপাইয়া ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এছাড়া কাচের জগ, গ্লাস, কাপ পিরিচ ভাংচুর করে আরও ৩ হাজার টাকার এবং অন্যান্য আসবাবপত্র ভেঙে ৫ হাজার টাকার ক্ষতি সাধন করে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়।
এ ধরণের অভিযোগ দেয়া হলে আদালত কমপক্ষে এসআই সমমর্যাদার কর্মকর্তা দিয়ে অভিযোগের বিষয় তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে আদেশ দেন বলে জানায় বেঞ্চ সহকারী মোঃ সেলিম।