চরফ্যাশন
চরফ্যাসনে মাথাবিহীন দগ্ধ দুইজনের দেহাবশেষ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার চরফ্যাসনে মাথাবিহীন দগ্ধ দুইজনের দেহাবশেষ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আসলামপুর ইউনিয়নের সুন্দরিখাল এলাকার অদূরে ভূইয়া বাড়িতে দগ্ধ মাথাবিহিন দেহাবশেষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া দগ্ধদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হোসেন গিয়ে প্যান্টের পকেটে থাকা দুটি পোড়া মোবাইলসহ আলামত সংগ্রহ করেন।
এদিকে এই ঘটনার প্রাথমিকভাবে কোন ক্লু জানা যায়নি।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বুধবার রাতে যে কেন সময়ে খূনিরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল এলাকার আশপাশে কোন বসতি ঘরবাড়ি নেই ফলে নির্জন বাড়ি পেয়ে খুনিরা তাদের হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নিয়ে যায়। পরে দেহ দুটি আগুনে পুড়িয়ে দেয়।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, দগ্ধ দেহাবশেষ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত করে খুনের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।