চরফ্যাশন
চরফ্যাসনে অনুমোদনহীন ৭ টি ডায়াগনস্টিক সেন্টার সিল গালা
নিজস্ব প্রতিবেদক॥ চরফ্যাসনের অবৈধভাবে পরিচালিত ৭টি ডায়াগনস্টিক সেন্টার স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।পাশাপাশি অনুমোদনের জন্য আবেদন প্রক্রিয়ায় থাকা অপর ৪টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার আল নোমান অভিমান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন।
জানাযায়, দেশব্যাপী হাসপাতাল,ডায়াগন্টিকসেন্টার এবং ক্লিনিক সমূহের সুপারভিশন ও মনিটরিং বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। স্থায়ীভাবে বন্ধ করে দেয়া ডায়াগনস্টিক সেন্টারগুলো হচ্ছে-আনজূরহাট ডায়াগনস্টিক,দুলারহাটের পপুলার ডায়াগনস্টিক, দক্ষিণ আইচা ফ্যাশন ডায়াগনস্টিক ও জেনারেল ডায়াগনস্টিক এবং উপজেলা সদরের আদর্শ ডায়াগনস্টিক,আফিয়া ডায়াগনস্টিক ও ভোলা চক্ষু সেন্টার। এছাড়াও লাইসেন্সের আবেদন প্রক্রিয়াধীন এসটিএস ডায়াগনস্টিক,প্যারাডাইস ডায়াগনস্টিক,ইকরা ডায়াগনস্টিক এবং নাজমা ডায়াগনস্টিক সেন্টার অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে।