চরফ্যাশন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষিকার মৃত্যু
ভোলা প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশনে তেলবাহী লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত কনিকা বেগমের (৪২) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। কনিকা মধ্য উত্তর ফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ওমরপুর গ্রামের মাহাফুজ রহমানের স্ত্রী। এ ঘটনায় আহত জাবের (১৮), জুয়েল (২২), শহিজল (৩০) ও মনির (৩২) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দুপুরে এ ঘটনায় নিহত অটোরিকশার চালক দিদার উল্লার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এতে লরির চালক ও হেলপারকে আসামি করা হয়েছে। পুলিশ ঘাতক লরিটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের কাইমুদ্দিন মোড় এলাকায় তেলবাহী লরির সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। এসময় গুরুতর আহত পাঁচ জনের মধ্যে বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সন্ধ্যায় কনিকার মৃত্যু হয়।