চরফ্যাশন
চরফ্যাশনে সাঁকো থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, আরেকজন নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার চরফ্যাশনে সাঁকো থেকে খরস্রোতা খালে পড়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিশাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিশাদের সহপাঠী ইয়াছিন এখনো নিখোঁজ রয়েছে। বুধবার স্কুল থেকে ফেরার পথে মরকখালী খালের ওপর বাড়ি-সংলগ্ন সাঁকো থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় নিখোঁজ ইয়াছিনকে খুঁজে পেতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন চরফ্যাশন স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরাসহ গ্রামবাসী। নিহত নিশাদ ওমরাবাজ গ্রামের আবু জাহারের ছেলে এবং নিখোঁজ ইয়াছিন পাশের বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
তারা দুজনই ওমরাবাজ গ্রামের পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আকস্মিক এ দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু ও অপর শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমেছে।
পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান জানান, বুধবার দুই শিক্ষার্থী বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরেনি। শিশুরা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন এবং প্রথম শিফট ছুটির পর শিশুরা বাড়ি চলে গেছেন বলে নিশ্চিত হয়ে অভিভাবকরা আবার বাড়ি ফিরে যান।
তিনি আরও জানান, তখন পর্যন্ত শিশুরা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন অভিভবাকরা শিশুদের এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি-সংলগ্ন খালের ওপর নির্মিত সাঁকোর একপ্রান্তে শিশুদের জুতা পাওয়া যায়। সাঁকোর গোঁড়ায় জুতার সূত্রধরে খালের মধ্যে শিশুদের অনুসন্ধান শুরু হয়। খবর দেওয়া হয় চরফ্যাশন ফায়ারসার্ভিস স্টেশনে।
চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আসাদুজাম্মান জানান, ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে নিখোঁজের সম্ভাব্যস্থান মরকখালী খালের ওপর সাঁকোসংলগ্ন এলাকায় অনুসন্ধান শুরু করেন এবং সাঁকোর কয়েক গজের মধ্যেই নিশাদের মরদেহ উদ্ধার করে। এখনো ইয়াছিনের সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসকর্মী ও গ্রামবাসীরা ইয়াছিনের সন্ধানে খালজুড়ে সন্ধান অব্যাহত রেখেছেন। ঘটনাস্থলে শশীভূষণ থানা পুলিশের একটি টিম অবস্থান নিয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যারা উদ্ধার অভিযানে ফায়ারসার্ভিসসহ সকলপক্ষগুলোকে সহায়তা দিচ্ছেন।
এদিকে আকস্মিক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু এবং অপর শিশুর নিখোঁজের ঘটনায় ওমরাবাজ গ্রামজুড়ে শোকের ছায়া নেমেছে। শিশুদের স্বজনদের আর্তনাদে গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।
সাঁকো থেকে খালে পড়ে দুই শিশুর নিখোঁজের খবর পেয়ে ওমরাবাজসহ আশপাশের গ্রামের শতশত নারী-পুরুষ এবং শিশুরা খালের পাড়ে অবস্থান নেয়।