চরফ্যাশন
চরফ্যাশনে মাক্সের অভিযানে ২২ জনকে জরিমানা
চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে মাক্স না পরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ টি মামলায় ২২ জনকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। ৩১মার্চ সকাল ১১টায় মাক্স না পরার অপরাধে ১৫টি মামলার ২২ জনকে ৪হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে সেখানে প্রতি জনকে ২শ ও ৩শ টাকা করে মোট ৪হাজার ৬শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ও সহকারী ভূমি কমিশনার রিপন বিশ্বাস।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, প্রত্যেককে বাধ্যতা মুলক মাক্স পরে বাহিরে বের হতে হবে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারনে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।