চরফ্যাশন
চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের প্রানহানি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি৷ চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে অজিল্লাহ বেপারী (৬৫) নামের এক বৃদ্ধের প্রানহানি হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বেড়ি বাঁধের ঢালে নিজ বসতঘর সংলগ্ন স্থানে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ তারে জড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটে।নিহত অজিউল্লাহ একই গ্রামের মৃতঃ হানিফ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,নিহত অজিউল্লাহ হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁধের ঢালে বসবাস করেন।
বৃহস্পতিবার তিনি তার নিজ বসত ঘর সংলগ্ন স্থানে গাছের ডাল কাটতে যান। ওই সময় অসাধানতাবশত তিনি গাছের চুড়ার সাথে ঘেসে যাওয়া বিদ্যুতের তারের জড়িয়ে ছিটকে গাছ থেকে নিচে পরে যান।স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাসন সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।