চরফ্যাশন
চরফ্যাশনে বজ্রপাতে দুই শিশু মৃত্যু
চরফ্যাশন প্রতিনিধি।।ভোলার চরফ্যাসনে মঙ্গলবার (৩জুন) সকাল থেকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল।কালবৈশাখী ঝড় শুরু হাওয়ার পরক্ষনে দুপুর প্রায় ৩ঘটিকায় ব্জ্রপাতে উপজেলার শশীভূষন থানাধীন এওয়াজপুর ৮নং ওয়ার্ডে দুই জন শিশু নিহত হয়েছে।
স্থানীয়রা জানান,খেলার সময় বজ্রপাতে বজ্রপাতে ওরা দুজন ঘটনাস্থলেই নিহত হন।এসময় বজ্রপাতে মাঠের পাশে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বজ্রপাতে মৃত ২ শিশু হলো- এওয়াজপুর এলাকার কুতুব উদ্দিন মাঝির পুত্র মোঃ সাগর (১২) ও আবদুস সাত্তার দপ্তরির পুত্র মোঃ শান্ত (৮)।বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ আলির পুত্র ইয়ামিন (৭) ও মোঃ আবু বকর সিদ্দিকের পুত্র মোঃ নুরনবি (৪২)।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ব্জ্রপাতে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।