চরফ্যাশন
চরফ্যাশনে পুলিশ সদস্যকে গণধোলাই
অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ায় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলেন পুলিশের এক কনস্টেবলকে। এ সময় উত্তেজিত জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন ইকবাল খান মুন্না নামের ওই পুলিশ সদস্য।
চর নিজাম ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম জানান, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের চরনিজামের ৭নং ওয়ার্ডে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কনস্টেবলকে উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য নুরনবী জানান, বরিশাল বিভাগের রেঞ্জ রিজার্ভ ফোর্সের চর নিজাম পুলিশ ক্যাম্পের কনস্টেবল মো. ইকবাল খান মুন্না সন্ধ্যা সাড়ে ৬টায় এক গৃহবধূর ঘরে যান। স্বামীর অনুপস্থিতির সুযোগে ওই নারীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হন। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ওই পুলিশ কনস্টেবলকে হাতেনাতে আটক করে গণধোলাই দেন। বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, কনস্টেবল আটকের বিষয়টি জেনেছি। দক্ষিণ আইচা থানার ওসি এবং মনপুরা থানার ওসিকে তাকে উদ্ধারের জন্য বলা হয়েছে। এ বিষয়ে বিভাগীয়ভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।