চরফ্যাশন
চরফ্যাশনে নির্বাচন-পরবর্তী হামলায় আহত ৩০, বাড়ি-দোকান ভাংচুর
নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশন উপজেলার ২টি ইউনিয়ন রসূলপুর ও আব্দুল্লাহপুরে রোববার রাতে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ঘর-বাড়ি, দোকানপাট ভাংচুরসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, রসূলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রোববার রাতে ভাসান চর এলাকায় মেম্বার প্রার্থী শাহে আলম বেপারীর কর্মী-সমর্থকদের বাড়িতে ও দোকানে হামলা চালানো হয়। অপর মেম্বার প্রার্থী কামাল খানের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শাহে আলম। এ সময় তার বাড়িসহ ৫টি দোকান ভাংচুর করে প্রতিপক্ষ। এ হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত।
এদিকে চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহামুদুল হকের কর্মীরা ইউসুফের সমর্থকদের উপর হামলা করে। এ সময় সংঘর্ষে ২০ জন আহত। এ সময় ২টি বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। ঘটনার পর গুরুতর আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে চরফ্যাশন থানার পুলিশ।