চরফ্যাশন
চরফ্যাশনে নসিমনচাপায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার চরফ্যাশন উপজেলায় নসিমনের চাপায় মাহাবুব (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার আঞ্জুরহাট-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাহবুব উপজেলার রসুরপুর এলাকার এমরান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগামী একটি নসিমন (টেম্পু) আঞ্জুরহাটের দিকে যাওয়ার সময় পথচারী শিশু মাহবুবকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নসিমন ও তার চালককে আটক করেছে।