চরফ্যাশন
চরফ্যাশনে কিশোরী অন্তঃসত্বার মামলায় ধর্ষক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক॥ চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার ধর্ষিতা নিজে বাদী হয়ে রাসেদ (২৫) নামের এক ব্যক্তিকে আসামী করে চরফ্যাশন থানায় মামলাটি করেছেন।
মামলা দায়েরের পর থানা পুলিশ আসামী রাশেদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলা সুত্রে জানাগেছে, উপজেলার আছলামপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের আব্দুস সহিদের ছেলে রাসেদ ধর্ষিতার ভাই’র সঙ্গে রাজ মিস্ত্রি কাজ করার সুবাধে বন্ধুত্বের সম্পর্ক গড়ে কিশোরীর বাড়ি আসা যাওয়া করতো।
২০২১ সনের দুই অক্টোবর রাসেদ কিশোরীর বাড়িতে রাত্রি যাপন করে এবং বিয়ের প্রলোভনে রাতে তাকে ধর্ষণ করে। বর্তমানে কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্বা জানার পর রাসেদ কেটে পড়েছে।
ধর্ষিতার পিতা সংবাদকর্মীদের বলেন, শুক্রবার সকালে আমি বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্য সামসুদ্দিনকে জানালে তিনি সকাল দশটায় অভিযুক্ত রাসেদকে আটক করে প্রায় পাঁচ ঘন্টা পর বিকেল তিনটায় ছেড়ে দেন। পরে আমার মেয়ে থানায় এসে মামলা করে।
ইউপি সদস্য সামসুদ্দিন বলেন, রাসেদকে আটকের পর চোদ্দই মার্চ ফয়সালার তারিখি ধার্য করে ষ্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়েছি। চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত রাসেদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।