চরফ্যাশন
চরফ্যাশনে আট বছরের শিশুকে নির্মম নির্যাতন
নিজস্ব প্রতিনিধি।। ভোলা চরফ্যাশন বাজারের কালীবাড়ি রোডস্থ “দ্বীপ মিষ্টান্ন ভান্ডার” নামের এখন দোকানের মালিক দুর্লভ দাস(৪০) তার দোকানের ৮(আট) বছরের এক শিশু কর্মচারীকে দোকানে সকালে গোসল না করে আসায় জনসম্মুখে নির্মমভাবে নির্যাতন ও মারধর করেন।
২৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।জানা যায়, শিশু ছেলেটি চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাড়ী বাড়ির আব্দুল কাদেরের ছেলে।