বরিশাল
ঘেরে পড়েছিল বৃদ্ধার মরদেহ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাছের ঘের থেকে ফিরোজা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফিরোজা উপজেলার কলকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদীস গ্রামের হোসেন খলিফার মেয়ে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, ফিরোজা গ্রামে তার ছেলের সঙ্গে থাকতেন। দরিদ্র পরিবার হওয়ায় ওই বৃদ্ধা বিভিন্ন বাগান, ক্ষেত ও নালা থেকে কলমির শাক, শাপলা ও বিভিন্ন ধরনের সবজি তুলে বিক্রি করতেন। গত শুক্রবার তার ছেলে বউকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ছেলে চলে যাওয়ার পর মাছের ঘেরে শাক-সবজি সংগ্রহ করতে যান তিনি। হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত থাকায় ওই স্থানে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই স্থানটি বড় বড় ঘাস ও জঙ্গলে পরিপূর্ণ। তাই বৃদ্ধা পড়ে থাকায় কেউ খেয়াল করেনি।
তিনি আরও বলেন, আজ (মঙ্গলবার) ঘেরের লোকজন সেখানে গিয়ে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে তার ছেলেকে ও থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।