পটুয়াখালী
ঘূর্ণিঝড় ‘ইয়াস’: পটুয়াখালীতে প্রস্তুত আশ্রয়কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় উপকুলীয় জেলা পটুয়াখালীতে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র। সেই সঙ্গে প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম।
ঘূর্ণিঝড়ের খবরে পটুয়াখালী জেলায় সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে উপকূলীয় উপজেলা কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালীতে। এসকল উপজেলায় পূর্বে বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নি¤œচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ”ইয়াস” এ পরিণত হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত সমুদ্র বন্দর সমূহকে ০২(দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রোধে আশ্রয়কেন্দ্রে সক্ষমতার অর্ধেক মানুষকে একটি কেন্দ্রে রাখা হবে। জেলায় পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার ও অর্থ প্রস্তুত রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা বলেন, “জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় পটুয়াখালী জেলার সকল উপজেলায় সাইক্লোন সেন্টার, স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রস্তুত রাখা হয়েছে”।